অপরাধ জগতের গডমাদারখ্যাত হাসিনা পারকারের বায়োপিক 'হাসিনা- দ্য কুইন অফ মুম্বাই' মুক্তি পাচ্ছে ১৪ জুলাই। ছবির কিছু দৃশ্য এরইমধ্যে হাসিনার পরিবারকে দেখানো হয়েছে। সেই দৃশ্যগুলি দেখে যথেষ্ট সন্তুষ্ট হয়েছে তারা। যেভাবে হাসিনার চরিত্রটিকে দেখানো হচ্ছে সে বিষয়েও কোনো আপত্তি নেই তাদের।
ছবির পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন, হাসিনার পরিবারকে এই ছবিটি দেখানোর জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছবির সমস্ত কাজ শেষ হওয়ার পর সবার আগে পারকার পরিবার ছবিটি দেখবে।
'হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই' ছবিতে হাসিনার চরিত্রে আছেন শ্রদ্ধা কাপুর। ছবিতে হাসিনার ভাই দাউদ ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কাপুর।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা