২০১৫ সালের ডিসেম্বরে মা হওয়ার পর কন্যা আদিরাকে সময় দিতে গিয়ে তিন বছর যাবত বড়পর্দায় অনুপস্থিত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। তার শেষ ছবি ‘মার্দানি’ মুক্তি পায় ২০১৪ সালে।
মাঝে বিরতির পর রুপালি পর্দায় ফেরার জন্য একটি দুর্দান্ত চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন রানি। শোনা যাচ্ছে, হাতে এসেছে সেই কাঙ্ক্ষিত কাহিনি। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল থেকেই শুটিং শুরু হতে যাচ্ছে রানির নতুন ছবির।
সূত্রের খবর, যশ রাজ ফিল্মের প্রযোজনায় সে ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা। ছবির সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘চিত্রনাট্যের কাজ শেষ। আর কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু হবে। তবে তার আগে রানি নিজেকে তৈরি করার জন্য ৪৫ দিন সময় চেয়ে নিয়েছেন।’