২০১২ সালে 'হেট স্টোরি' ছবিটি দিয়ে বলিউড অভিষেক হয় টালিগঞ্জের অভিনেত্রী পাওলি দামের। বিতর্কিত দৃশ্যে অভিনয় করায় অভিষেক ছবির জন্যই সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। ছবিটির দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে পাওলিকে দেখা যায়নি। তবে 'হেট স্টোরি ৪'এ ফিরছেন তিনি।
'হেট স্টোরি ৪' ছবিতেও নায়িকা হিসেবে পাওলির সেক্সসিম্বল ইমেজের ধারাবাহিকতা বজায় থাকবে। এ বিষয়ে প্রযোজক বিক্রম ভাট আনুষ্ঠানিক ঘোষণা দেবেন খুব শিগগিরই।
পাওলি দাম বলেন, 'হেট স্টোরি' আমার ক্যারিয়ারের অন্যতম সফল একটি ছবি। ছবিটি নিয়ে আলোচনাও হয়েছে সমালোচনাও হয়েছে। তবে শেষ পর্যন্ত কিন্তু ব্যবসাসফল ছিল ছবিটি। আমার বিশ্বাস 'হেট স্টোরি ৪' ছবিটি আরও বড় পরিসরে হবে। আমার পক্ষ থেকেও চমক থাকবে। এর জন্য অপেক্ষায় থাকুন।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা