২০১৩ সালে প্রথমবার বেসাল সেল কার্সিনোমা নামক ত্বকের ক্যান্সার ধরা পড়ে ‘উলভারিন’ খ্যাত অভিনেতা হিউ জ্যাকম্যানের। ত্বকের ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতাকে এই নিয়ে ষষ্ঠবারের মতো অস্ত্রোপচার করতে হল। তবে শুরু থেকেই এই মরণব্যাধি নিয়ে কোনো লুকোছাপা করেননি জ্যাকম্যান।
অস্ত্রোপচারের পর মঙ্গলবার নিজের ছবি টুইটারে পোস্ট করেন জ্যাকম্যান। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আরও একটি বেসাল সেল কার্সিনোমা। প্রতিনিয়ত চেক-আপ এবং অসাধারন চিকিৎসকদের ধন্যবাদ, সব ঠিক আছে।”
অবশ্য অস্ত্রোপচারের কারণে জ্যাকম্যানের কাজ থেমে নেই। ‘উলভারিন’ সিরিজের তৃতীয় ও শেষ ছবি ‘লোগান’ মুক্তি পাবে আগামী মার্চে। সেই প্রচারণা চলছে পুরোদমেই।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩