একই মহাকাশযানে ১০৪টি উপগ্রহ একসঙ্গে পাঠিয়ে নতুন ইতিহাস গড়ল ভারতের ইসরো। আর এর মাধ্যমে ভারত নিজেরাই ভাঙল নিজেদেরই রেকর্ড। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। তাই তার শুভেচ্ছা জানানোর কায়দাটিও যে আলাদাই হবে এটাই স্বাভাবিক।
নিজের ও ছেলে অভিষেকের নাচের ছবি টুইট করে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন। আর এতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ করেছেন প্রশংসা, কেউ নিন্দায় সরব হয়েছেন। কেউ আবার ঠাট্টার ছলে মনে করিয়ে দিয়েছেন, জুনিয়র বচ্চনের ক্যারিয়ারের উন্নতি করা ইসরোর পক্ষেও সম্ভব নয়।
ছবি বেছে করলেও টুইটে হামেশাই সরব বিগ বি। বেশিরভাগ সময়ই তার বার্তা প্রশংসা পায় দর্শকদের। কিন্তু এবার প্রতিক্রিয়া মিশ্র।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭