কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস 'মেয়েটি এখন কোথায় যাবে' অবলম্বনে নাদের চৌধুরী নির্মাণ করেছেন 'মেয়েটি এখন কোথায় যাবে'। গত ১৪ ফেব্রুয়ারি ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জলি ও শাহরিয়াজ।
ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। ট্রেলার দেখেই প্রচুর প্রশংসা এসেছে ছবির।
'অঙ্গার' দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জলির। এরপর শুভর সঙ্গে জাকির হোসেন রাজুর 'নিয়তি' ছবিতে অভিনয় করেন তিনি। এবার 'মেয়েটি এখন কোথায় যাবে' ছবিটির মধ্য দিয়ে জলি আবারও ফিরছেন।
জলি বলেন, এবারের ছবিতে অভিনয় করার প্রচুর সুযোগ ছিল। ব্যাপারগুলো বেশ চ্যালেঞ্জ হিসেবেই নিই। নিজের প্রতিই এ চ্যালেঞ্জ। যাতে আমাকে কেউ সরাতে না পারে।
দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত গ্রামে 'মেয়েটি এখন কোথায় যাবে' ছবির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামিমা আক্তার বেবীর মতো জনপ্রিয় সব মুখ। এর আবহ সংগীত পরিচালনায় করেছেন ইমন সাহা।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা