প্রাণপণে ঠোঁট দিয়ে চেপে রাখা সামনের দুটি উঁচু দাঁত। গোল্লা গোল্লা দুটো চোখ। সবসময় কী যেন ভেবে চলেছে। নিজের কল্পনার জগতেই সে সারাক্ষণ মগ্ন। সুযোগ পেলেই তার সেই কল্পনাকে সে ফুটিয়ে তোলে ড্রয়িং খাতার সাদা পাতায়, ক্যানভাসে।
'তারে জমিন পর' ছবিতে ডিসলেক্সিয়া আক্রান্ত এক শিশুর চরিত্রে নিখুঁত অভিনয় করে মন কেড়েছিল শিশু অভিনেতা দর্শিল সাফারি। তারপর ১০ বছর কেটে গেছে। সেদিনের দর্শিল এখন ১৯ বছরের কলেজ ছাত্র।
এবার দর্শিলকে পর্দায় দেখা যাবে টিনেজ লাভ স্টোরিতে। ছবির নাম 'কুইকি'। ছবিতে দর্শিলের লুক শেয়ার করেছেন তরণ আদর্শ।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল