দঙ্গল এর প্রশংসায় আমিরকে চিঠি লিখলেন রেখা। আর সেই চিঠি চোখে পানি এনে দিল মিস্টার পারফেকশনিস্টের।
দঙ্গল নিয়ে প্রশংসা নতুন নয় আমিরের কাছে। কিন্তু রেখার একটি চিঠি তাকে আপ্লুত করেছে।
সম্প্রতি একটি পার্টিতে রেখার সঙ্গে দেখা হয়েছিল আমিরের। সেখানেই একটি ছোট্ট চিঠি আমিরের হাতে দেন রেখা। সেটি পড়েই আমির কেঁদে ফেলেন বলে জানিয়েছেন পার্টিতে উপস্থিত অতিথিরা।
চিঠিটিতে আমিরের প্রশংসায় এমন কিছু কথা লেখা হয়েছে তাতে আমির মুগ্ধ বলে জানিয়েছেন। চিঠিটি আজীবন তিনি নিজের কাছে রেখে দেবেন বলেও মন্তব্য করেছেন আমির।
আমিরকে শুধু চিঠিটি দেবেন বলেই নাকি পার্টিতে এসেছিলেন রেখা। এই খবর জানার পরে আমির নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানা গেছে।