বলিউডে বর্তমান সময়ের জনপ্রিয় জুটির নাম বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। বর্তমানে তারা তাদের পরবর্তী সিনেমা 'বদ্রিনাথ কি দুলহানিয়া' সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। কিন্তু বরুণের ওপর নাকি বিরক্ত হয়ে আছেন আলিয়া।
সম্প্রতি বরুণ ও আলিয়া ‘কফি উইথ করন’ টক শোয়ের একটি পর্বে হাজির হয়েছিলেন। সেখানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রেমের সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিত দেন বরুণ। আর এই কারণেই বরুণের ওপর চটেছেন আলিয়া।
‘কফি উইথ করন’ অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর বরুণকে প্রশ্ন করেন, কোন জিনিসটি সিদ্ধার্থের রয়েছে কিন্তু তার নেই? জবাবে বরুণ আলিয়ার দিকে তাকান। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন করন।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮