Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৯
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১০

কঙ্গনাকে 'মিথ্যুক' বললেন শহীদ কাপুর

অনলাইন ডেস্ক

কঙ্গনাকে 'মিথ্যুক' বললেন শহীদ কাপুর

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বলিউডে মুক্তি পাচ্ছে ত্রিভুজ প্রেমের ছবি 'রেঙ্গুন'। ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত, শহীদ কাপুর, ও সাইফ আলী খান। ছবির প্রচার প্রচারণার জন্যই হোক, আর ক্ষোভ থেকেই হোক একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন কঙ্গনা।

কয়েকদিন আগে অভিযোগ এনেছিলেন ছবির সহ-অভিনেতা শহীদ কাপুরের বিরুদ্ধে। শহীদের জন্য শ্যুটিং চলাকালে তার নাকি ভীষণ অসুবিধে হয়েছিল।

সম্প্রতি বলিউড লাইফকে দেয়া সাক্ষাৎকারে শহীদ বললেন, এসব অভিযোগের ভিত্তি নেই। এর সবই কঙ্গনার কল্পনাপ্রসূত। 

কঙ্গনা অভিযোগ করেছিলেন, শ্যুটিং চলাকালে শহীদ ও কঙ্গনাকে এক ঘরে থাকতে দেয়া হয়েছিল। কিন্তু গভীর রাতে শহীদ জোরে গান বাজিয়ে শরীরচর্চা করতেন। এতে তার ঘুমে ভীষণ ব্যাঘাত ঘটতো। ঠিকঠাক মতো ঘুমাতেই পারেননি তিনি। 

এর উত্তরে শহীদ বলেছেন, 'তাই নাকি! কঙ্গনা যা বলেছে, তার অর্ধেক কিছু ঘটেছে বলেও মনে পড়ছে না। ওর কল্পনাশক্তি বেশ প্রখর।'   


বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা


আপনার মন্তব্য