চিত্রনায়ক আলমগীর 'এক সিনেমার গল্প' শিরোনামে একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবিতে প্রথম চুক্তিবব্ধ হন আরিফিন শুভ। জানা গেছে, ছবিতে শুভর নায়িকা হিসেবে দেখা যেতে পারে পূর্ণিমাকে। চুক্তিবদ্ধ না হলেও ছবিটিতে অভিনয়ের ব্যাপারে মৌখিক সম্মতি জানিয়েছেন তিনি।
এর আগে মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ছায়া-ছবি'তে অভিনয় করেন শুভ-পূর্ণিমা। কিন্তু অনেক আলোচনার জন্ম দিয়েও ছবিটি মুক্তি পায়নি।
যৌথ প্রযোজনায় 'এক সিনেমার গল্প' ছবিতে আরও দেখা যেতে পারে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিৎ ও অভিনেত্রী পাওলি দামকে। সম্প্রতি 'সত্তা' নামের একটি সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে অভিনয় করেন তিনি।
'একটি সিনেমার গল্প' বাংলাদেশ থেকে প্রযোজনা করবে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা