বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। হৃত্বিক রোশন বিতর্কের পর যৌনতা নিয়ে মন্তব্য। এরপর ‘রঙ্গুন’ ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে চুমু বিতর্ক। এবার আবার নতুন করে বিতর্কে জড়ালেন নায়িকা। টিভিতে এক রিয়্যালিটি শো-এর সঞ্চালককে চড় মারতে উদ্যত হয়েছিলেন অভিনেত্রী।
কি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, ‘রঙ্গুন’এর প্রচারে সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ভয়েস অফ ইন্ডিয়া-তে গিয়েছিলেন কঙ্গনা ও শাহিদ। সেখানে শো-এর হোস্ট ছিলেন গায়িকা ও কৌতূক অভিনেত্রী সুগন্ধা মিশ্র। যিনি এর আগে বিভিন্ন কমেডি শো-তে কঙ্গনার নকল করে দেখিয়েছিলেন। এবারও তাকে কঙ্গনা রানাউতের নকল করতে বলেন, শো-এর দুই বিচারক সেলিম মার্চেন্ট ও শান। এবং কথামতো তা করেও দেখান সুগন্ধা।
এরপরই বিপত্তি। আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, সুগন্ধার তাঁকে নকল করা ভালোভাবে নেননি কঙ্গনা। সবার সামনেই তিনি বলে দেন, তাঁর সুগন্ধা-কে চড় মারতে ইচ্ছে করছে। যদিও ট্যুইটারে ভাইরাল এক ভিডিও অনুযায়ী, কঙ্গনা স্বীকার করে নেন যে সুগন্ধা তাঁর অবিকল নকল করতে পারেন।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব