ফের ভারতীয় সেনা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। ভারতের সুকমায় নিহত সেনা সদস্যদের পরিবারপিছু নয় লাখ টাকা জমা করলেন।
১১ মার্চ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের হাতে নিহত হন ১২ জন সিআরপিএফ সদস্য। মর্মান্তিক এই বিষয়টি অনেকেরই মন ছুঁয়ে গেছে। অনেকেইতোদের পাশে দাঁড়িয়েছেন, যারা এই আক্রমণ করেছেন, তাদের ধিক্কার জানিয়েছেন।
কিন্তু বলিউডের এই তারকা নিছক টুইট বা বিবৃতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। উদ্বিগ্ন অক্ষয় যোগাযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে। জানান, এই সেনা সদস্যদের পরিবারের জন্য তিনি কিছু করতে চান। তাকে যেন ১২ জন শহিদের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়।
অক্ষয়ের এই উদ্যোগকে স্বাগত জানান সেনা কর্তারাও। তাকে ১২ জন শহিদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। অক্ষয় প্রত্যেকটি অ্যাকাউন্টে ৯ লাখ টাকা, অর্থাৎ মোট ১ কোটি ৮ লাখ টাকা জমা করলেন অক্ষয়। সিআইএসএফ–এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনার প্রতি ও দেশের প্রতি অক্ষয় কুমার কতটা শ্রদ্ধাশীল, তা এই আচরণে বোঝা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অক্ষয়কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তার এই ভূমিকা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন