কলকাতায় চলতি বছরের আলোচিত ছবি কৌশিক গাঙ্গুলি নির্মিত 'বিসর্জন'। ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জয়া অভিনীত এই ছবিটি জিতে নিয়েছে শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার।
গতকাল শুক্রবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি ওই ঘোষণা দেয়। এ নিয়ে জয়া আহসান ফেসবুকে লিখেছেন, 'আমরা খুশি। আমরা আনন্দিত। এ আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম।'
এক বিধবা বাংলাদেশি মেয়ের সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে সাজানো হয়েছে ‘বিসর্জন’-এর কাহিনী। সীমান্ত টেনে যে প্রেমকে ভাগ করা যায় না এটাই ছবির মূল বক্তব্য। ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জী।
'বিসর্জন' ছবিটির সংগীতায়োজন করেছেন সম্প্রতি প্রয়াত দোহারের কালিকা প্রসাদ। অপেরা মুভিজের ব্যানারে নির্মিত ছবিটি পয়লা বৈশাখ মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই এর গান ও ট্রেলার মুক্তি দেয়া হয়েছে।
'বিসর্জন'র আগে কলকাতায় অরিন্দম শীলের 'আবর্ত' (২০১৩), 'ঈগলের চোখ' (২০১৬), ইন্দ্রনীল রায় চৌধুরীর 'একটি বাঙালি ভূতের গপ্পো' (২০১৫), সৃজিত মুখার্জির 'রাজকাহিনী' (২০১৫) ছবিতে অভিনয় করেছেন জয়া। এর মধ্যে 'আবর্ত' ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (ইস্ট), 'রাজকাহিনী'র জন্য টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৭/ফারজানা