বড় ভাইয়ের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই বড় দুর্ঘটনার মুখে পড়লেন ভারতের দক্ষিণী সুপারস্টার কামাল হাসান। শুক্রবার গভীর রাতে চেন্নাইয়ে তার বাড়িতে আগুন লেগে যায়। আগুনে আটকে পড়লেও পরিচারকদের সহায়তায় রক্ষা পান ৬২ বছর বয়সী এ অভিনেতা।
চেন্নাইয়ে আলওয়ারপেট এলাকায় বাড়ি কামাল হাসানের। শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায় ওই বাড়িতে। ধোঁয়ায় ভরে যায় গোটা বাড়ি। আগুন ও ধোঁয়ায় আটকে পড়েন কামাল হাসান।
টুইটারে তিনি লিখেছেন, ফুসফুস ধোঁয়ায় ভরে গেছে। তিন তলা থেকে লাফ দিয়ে বেঁচেছি। এখন নিরাপদে আছি। এ ঘটনায় কেউ আহত হয়নি। সবাইকে ধন্যবাদ।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৭/ফারজানা