তালাইভা নামেই তাকে ডেকে থাকেন তার ভক্তরা। জ্যাকি চ্যানের পর তিনিই এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। রজনীকান্ত মানেই দাক্ষিণাত্যের জনতার কাছে ভাষাতীত আবেগ। কিন্তু এই আবেগের ভার সামলে উঠতে পারলেন না এই দক্ষিণী সুপারস্টার। নির্দিষ্ট সময়ে অনুরাগীদের সঙ্গে দেখা করার কথা থাকলেও শেষমুহূর্তে তা বাতিল করলেন এই অভিনেতা।
আসছে ১২ এপ্রিল একটি বৈঠকে সামিল হওয়ার কথা ছিল রজনীর। চেন্নাইয়ের রাঘবেন্দ্র হলে এই বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক হয়েছিল, বৈঠকে সামিল হওয়া প্রত্যেক অনুরাগীদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবেন রজনী। তাদের সঙ্গে ছবিও তোলার কথা ছিল। সুপারস্টারের সঙ্গে দেখা করার জন্য তাই বৈঠকে সামিল হওয়া অনুরাগীদের সংখ্যা বাড়তেই থাকে৷ সেই সংখ্যা দুই হাজারেরও বেশি হয়ে যায়।
৬৬ বছরের অভিনেতার পক্ষে এতটা ধকল নেওয়া সম্ভব ছিল না। কিন্তু অনুরাগীরা তাতে রাজি ছিলেন না। প্রত্যেকেই তালাইভার কাছে যেতে চাইছিলেন। এত জনের সঙ্গে আলাদাভাবে দেখা করে কথা বলে ছবি তোলা সম্ভব নয় বলেই সুপারস্টারের তরফে বৈঠক বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
এর জন্য নিজের অনুরাগীদের কাছে অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন রজনীকান্ত। ফ্যানেদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, আগামী সময়ে জেলা স্তরে আলাদা আলাদা করে এই বৈঠক করা হবে৷ তালাইভার এই আশ্বাসে অবশ্য অনুরাগীদের দুঃখ খানিকটা প্রশমিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯