'চুমকী' শিরোনামের একটি নাটকে জুটি হয়ে কাজ করেছেন এফএস নাঈম ও জাকিয়া বারী মম। প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
মম বলেন, সেলিম আল দীন স্যারের লেখা নাটকে অভিনয় করা আমার জন্য ভাগ্যের। তার নাটক মানেই অভিনয়ের বিশাল ক্যানভাস। এতে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
নাঈম বলেন, সেলিম আল দীন স্যারের গল্প নিয়ে নতুন করে বলার কিছু নেই। নাটকটির প্রতিটি ডায়ালগই দর্শকদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।
'চুমকী' নাটকে আরও আভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, শফিক খান দিলু, জামাল রাজা, রেহেনা পারভীন, হিটলার রাজু প্রমুখ। পহেলা বৈশাখের এনটিভিতে প্রচারিত হবে 'চুমকী'।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা