ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার। আর তাতেই ছড়িয়েছে বিতর্ক। ‘রুস্তম’ ছবির জন্য বলিউড-তারকা অক্ষয় কুমারের জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
অভিযোগ উঠেছে, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই অক্ষয়কে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে তাকে। প্রসঙ্গত, বর্তমানে প্রিয়দর্শন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ফিচার ফিল্ম বিভাগের চেয়ারপার্সন। আবার তিনি এ বছরের জাতীয় পুরস্কার নির্বাচনের জুরি-প্রধানও ছিলেন। সে কারণেই শুধুমাত্র বলিউড নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তুমুল চর্চা হচ্ছে।
পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সুপারহিট ছবি করেছেন অক্ষয় কুমার৷ স্বাভাবিকভাবেই অক্ষয়কে সেরা অভিনেতা হিসাবে নির্বাচন করার সময় প্রিয়দর্শন সেই পুরনো বন্ধুত্বকেই মর্যাদা দিয়েছেন বলে অভিযোগ উঠছে।
যদিও এই সব জল্পনা নাকচ করে দিয়েছেন প্রিয়দর্শন। তিনি বলেছেন, “সব কিছুই শুনেছি৷ আমার উত্তর হল, যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল৷ তখন তো কোনও কথা ওঠেনি৷ এখন কেন হচ্ছে?”
সমালোচনার মুখে পড়ায় এই প্রসঙ্গ তুলে পাল্টা জবাব দিলেন প্রিয়দর্শন। তবে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, "নিজের যোগ্যতাতেই পুরস্কার জিতেছেন অক্ষয়৷ ‘এয়ারলিফট’ এবং ‘রুস্তম’–দু’টি ছবিতেই অক্ষয়ের অভিনয় পছন্দ ছিল জুরি বোর্ডের৷ কিন্তু নিয়ম অনুযায়ী, বেছে নেওয়ার নিয়ম শুধুমাত্র একটি৷ তাই বেছে নেওয়া হয় ‘রুস্তম’ ছবিকে।"
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩