অসুস্থ বিনোদ খান্নাকে নিয়ে নানা রকম খবরে এখন দিশেহারা বলিউডপ্রেমীরা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। জানা গেছে, ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত বর্ষীয়ান এই অভিনেতা।
বিনোদ খান্না প্রয়াত- এমন খবরও ছড়িয়েছে স্যোশাল মিডিয়ায়। যদিও এসব খবরের সত্যতা পাওয়া যায়নি। হাসপাতালও কোনও বিবৃতি দেয়নি। এই পরিস্থিতিতে তার সমসাময়িক অভিনেতা এবং বন্ধু অমিতাভ বচ্চনের একটি টুইট বিনোদ খান্নার মৃত্যু নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছে।
বিগ বি তার টুইটে লিখেছেন, কি অদ্ভুত, নিজের প্রিয়জনের বা সহকর্মীর চলে যাওয়ার ঘটনা নিজের আয়ু নিয়ে ভাবতে বাধ্য করে।
অমিতাভ বচ্চনের এই টুইট ৭০ বছরের অসুস্থ অভিনেতা বিনোদ খান্নার মৃত্যু নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। নিজের প্রিয়জনের বা সহকর্মী বলতে কি তা হলে বিনোদ খান্নার কথাই বলেছেন অমিতাভ? এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা