তিস্তা নদীর উজান ও ভাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি অসাধারণ তথ্যচিত্র তৈরি করেছেন নির্মাতা অজয় রায়। 'দ্য টেল অব তিস্তা’ নামের এই তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে, ৩০০ কিলোমিটার নদীতে ২৯টি ড্যাম নির্মিত হয়েছে, যার ফলে নদীটি আজ মৃতপ্রায়।
পশ্চিমবঙ্গের নির্মাতা অজয় রায়ের ধারণ করা তথ্যচিত্রে তিস্তার ওপর নির্মিত বিভিন্ন ব্যারেজের ক্ষতিকর দিক উঠে এসেছে। এ ছাড়া এর অববাহিকায় বসবাসকারী অধিবাসীদের জীবনযাপন ও বিভিন্ন ধর্মীয় আচার-আচরণ তুলে ধরা হয়েছে এ তথ্যচিত্রে। এতে ২২ মিনিটে মূলত তিস্তা ব্যারেজ প্রসঙ্গ শুরু হয়।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব