একজন ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত। আর অন্যজন পরিচিত ‘ভন্ড সাধু’ হিসেবে। তারা যেখানেই যান কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে আসেন। ড্রামা কুইন তো একাই একশো। আর সাধু বাবা তার অপার লীলার বিশ্লেষণ তিনি একাই করেন এবং একাই বোঝে্ন। কথা হচ্ছে, রাখি সাওয়ান্ত এবং স্বামী ওমের।
অজস্র হিন্দি ছবির আইটেম গার্ল রাখি সাওয়ান্ততো নানা বিতর্কে জড়িয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। আর স্বামী ওমের জনপ্রিয়তা বেড়েছে রিয়ালিটি শো ‘বিগ বস ১০’-এ অংশ নেওয়ার পর। এই দুই সেলিব্রিটিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে। আর সেখানে একে অপরের সঙ্গে তীব্র তর্কে জড়ালেন রাখী ও ওম।
রাখিকে ‘সূর্পনখা’ বলতেও ছাড়লেন না স্বামী ওম। তিনি জানান, নারী তিনি সম্মান করেন। তাদের দেবী হিসেবে পূজাও করেন। কিন্তু সূর্পনখাদের সম্মান দেখানোর কোনও প্রশ্নই ওঠে না। এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন রাখি। তিনিও পাল্টা জবাব দিতে ভুল করেননি৷ তিনি বলেন, “নারীরা প্রয়োজনমতো দুর্গাও হতে পারে আবার কালীও৷ আমার কালী রূপ তো দেখোনি।”
এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে চ্যানেলের কর্মীরা কোনওরকমে স্বামী ওমকে সেট থেকে বের করে এনে পরিস্থিতি সামলান।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫