গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সন্তানের মা হয়েছি, এটি শাকিবেরই ছেলে। এতদিন অনেক কারণে মুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত প্রকাশ করতে বাধ্য হলাম।
আজ সোমবার বিকালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে একথা জানান দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকা ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছিল।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৭/মাহবুব