বিয়ের বিষয়টা তো গোপন রেখেছেন, এমনকি সন্তান জন্মের সময় শাকিব খান পাশে ছিলেন না বলে জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, সন্তান জন্মের দিন অপারেশনের বেডে যাওয়ার বন্ডে যেখানে রোগীর পরিবারের লোকজন স্বাক্ষর করে থাকে। সেখানে আমি নিজেই বন্ডে স্বাক্ষর করেছি।
আজ সোমবার বিকালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এসব তথ্য জানান।
অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছিল। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর শাকিব খানের সন্তানের মা হয়েছি। সেটাও গোপন রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৭/মাহবুব