‘দ্য কপিল শর্মা শো’-তে যে সুনীল গ্রোভার আর ফিরবেন না, তা এক প্রকার নিশ্চিত। যদিও চ্যানলের সঙ্গে চুক্তি থাকার কারণে এখনও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি সুনীল। তাঁকে শো-তে ফিরিয়ে আনার জন্য নাকি সবরকম চেষ্টা করেছিলেন কপিল। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। কিন্তু কোনভাবেই সুনীল নিজের সিদ্ধান্ত বদলাতে রাজি নন। সে কারণেই নাকি কপিল এ বিষয়ে আর কোনও মন্তব্য করবেন না বলেই ঠিক করেছেন।
ওই শো-এর সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বললেন, ‘‘আপনি কাউকে ফেরানোর জন্য একাধিকবার চেষ্টা করবেন, ক্ষমা চাইবেন, তাঁকে বোঝানোর চেষ্টা করবেন— তবুও কেউ যদি না ফিরতে চায় তা হলে আপনি কি করতে পারেন? কপিল এই বিষয়টা নিয়ে আর চেষ্টা করতেই রাজি নন। অনেক কিছু করেছেন উনি। শুধু কপিল নন, এই শো-এর সঙ্গে যুক্ত অন্যান্য বেশ কিছু কর্তা ব্যক্তিও সুনীলকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু উনি কিছুতেই ফিরতে রাজি নন।’’
ওই সূত্রটিই জানিয়েছে, কপিলের কাছে সুনীল সহকর্মী নন, ছিলেন বন্ধুর মতো। শো-টা যতটা কপিলের, ততটাই ছিল সুনীলের। যখন ইচ্ছে আসা ও বেরিয়ে যাওয়াতেও তাঁর কোনও বাধা ছিল না। কিন্তু কোনও মতেই সুনীল এই শো-তে ফিরতে নারাজ। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, হয়তো বেশি পারিশ্রমিক নিয়ে কপিলের শো-তে ফেরত আসতে পারেন সুনীল। কিন্তু সেই জল্পনাকে টুইটারে নিজেই নস্যাত করেছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে এও শোনা যাচ্ছে যে, ওই একই চ্যানেলে নিজের শো আনতে পারেন সুনীল। যদিও সেই খবর এখনও কনফার্ম করেননি কোনও পক্ষই।
সূত্র: আনন্দবাজার পত্রিকা