মানুষ যত ‘স্মার্ট’ হচ্ছে ততই জটিল হচ্ছে সম্পর্কগুলি। কমছে প্রেম ও বন্ধুত্বের ফারাক। এই ফারাককে বইয়ের পর্দায় তুলে এনেছিলেন লেখক চেতন ভগত। নাম দিয়েছিলেন ‘হাফ গার্লফ্রেন্ড’।
মাধব ঝা এবং রিয়া সোমানি সমাজের দুই স্তরের বাসিন্দা। বিহারের অখ্যাত গ্রাম থেকে খেলার দক্ষতার সৌজন্যে মাধব এসে পৌঁছায় দিল্লির নামকরা কলেজে। যেখানে পায় রিয়া সোমানির দেখা। সৌন্দর্য ও আভিজাত্যের পরিভাষা রিয়া কি কখনও ‘দেহাতি’ মাধবের প্রেমকে গুরুত্ব দিতে পারবে? নাকি প্রেম ও বন্ধুত্বেই মাঝেই আটকে থাকবে এই ‘হাফ গার্লফ্রন্ডে’র কাহিনি? যাঁরা উপন্যাসটি পড়েছেন তাঁরা তো এই প্রশ্নের উত্তর জানেন। যাঁরা পড়ে উঠতে পারেননি তাঁদের জন্য থাকল ছবি থিয়েট্রিক্যাল ট্রেলার।
সম্পর্কের গল্প প্রায়ই সাফল্য দিয়েছে পরিচালক মোহিত সূরিকে। তাঁর ‘আশিকি’র হাত ধরেই উত্থান শ্রদ্ধা কাপুরের। এরপর ক্যারিয়ারের অনেকটা পথ পেরিয়ে এসেছেন শ্রদ্ধা। তবে ইদানীং শক্তি কন্যার জীবনে ‘হিট’ শব্দটির বেশ প্রয়োজন। বিশেষবন্ধু আদিত্য রয়কাপুরের সঙ্গে জুটি বেঁধেও তা হয়নি। বক্স অফিসের নিরিখে খুব একটা সাফল্য পায়নি ‘ওকে জানু’। তাই ফের মোহিতের শরনাপন্ন হয়েছেন অভিনেত্রী।
এদিকে অর্জুন কাপুরেরও সময় তেমন ভাল যাচ্ছে না। শেষ হিট ছবি বলতে সেই ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘টু স্টেটস’৷ এরপর ‘ফাইন্ডিং ফেনি’ সমালোচকদের প্রশংসা পেয়েছিল বটে কিন্তু বক্স অফিসে কেরামতি দেখাতে পারেনি। সোনাক্ষীর সঙ্গে জুটি বেঁধে ‘তেভর’ দেখিয়েছিলেন বটে। তবে তাও দর্শকদের মনে ধরেনি। ‘কি অ্যান্ড কা’-এ সম্পর্কের উলাট পুরানেও দিন ফেরাতে পারেনি অর্জুনের। তাই যাবতীয় বাজি তিনি ‘হাফ গার্লফ্রেন্ড’-এর উপরই লাগিয়ে বসে রয়েছেন। মে মাসের ১৯ তারিখ মুক্তি পাবে বালাজি টেলিফিল্মসের এই ছবিটি। দেখুন ট্রেলারটি-
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল