'মিশন ইম্পসিবল সিক্স'এর জন্য মার্কিন অভিনেতা টম ক্রজ এখন ফ্রান্সের প্যারিস শহর চষে বেড়াচ্ছেন। শহরের বিভিন্ন আকর্ষণীয় জায়গায় শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। সেটের কিছু ছবি প্রকাশ করেছে বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তার একটিতে দেখা গেছে শূন্যে ঝুলে আছেন টম ক্রুজ।
৫৪ বছর বয়সী টম ক্রুজ সবসময় নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন। শুধু শূন্যে ঝুলে থাকাই নয়, গাড়ি চালানোর প্রতিযোগিতাতেও প্যারিসের রাস্তায় পুরোনো মডেলের বিএমডব্লিউর চালকের আসনে দেখা গেছে টম ক্রুজকে। গত ররিবার চলা সেই শ্যুটিংয়ে টম ক্রুজের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন ছবির আরেক শিল্পী সিন হ্যারিসও।
'মিশন ইম্পসিবল' এর আগের ছবিগুলোতেও নায়কের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করার পরও স্বচ্ছন্দে সেটে ঘুরে বেড়াতে দেখা গেছে হলিউডের জনপ্রিয় এ অভিনেতাকে। শুধু তাই নয়, স্টান্ট করে সহশিল্পীদের সঙ্গে খুনসুটিতে মেতেছেন, যেন ভয় পাওয়ার মতো কিছু ঘটেইনি!
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা