ভারতের কমেডি অভিনেতা সুনীল গ্রোভারের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টের দিকে সবার নজর পড়েছে। সোমবারই ছবিটি পোস্ট করেছেন সুনীল। সাদা-কালো এই পোস্টে নিজের পা এর জুতো জোড়া ক্যামেরার দিকে তাক করে রেখেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন," নিজের জুতোর মাপ। ইউএস টেন।"
শোনা যাচ্ছে, এক সময়ের বন্ধু কপিলের দিকে তাক করেই এই জুতোর নম্বর ঘোষণা করেছেন সুনীল। কারণ এই জুতো নিয়েই কপিলের জীবনের সবচেয়ে বড় অঘটনের সূত্রপাত। যার জেরে বন্ধ হয়ে যেতে বসেছে ‘দ্য কপিল শর্মা শো। মাঝ আকাশে বিমানের মধ্যেই মদ্যপ অবস্থায় সুনীলের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন কপিল। নিজের তৎকালীন সহকর্মীকে নাকি জুতোও ছুড়ে মেরেছিলেন কমেডিয়ান।
সুনীল গ্রোভারের সঙ্গে এমন আচরণ করায় শোয়ের বাকি কলাকুশলীদের বিরাগভাজন হয়েছিলেন কপিল। সেই ঘটনায় সুনীল অর্থাৎ শোয়ের অন্যতম আকর্ষণ ‘গুত্থি’র কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। সুনীল জানিয়ে দিয়েছিলেন, মোটা অঙ্কের প্রস্তাব দিলেও তিনি শোয়ে ফিরবেন না।
এদিকে শোনা যাচ্ছে, নিজের নয়া শো নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন সুনীল। সেই কারণেই কী নিজের জুতোর মাপ দেখিয়ে কপিলকে কটাক্ষ করলেন জনপ্রিয় টেলিভিশন তারকা।
বিডি প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২