বলিউডের জনপ্রিয় নির্মাতা প্রকাশ ঝার 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' ছবিটি গত বছরের ২ ডিসেম্বর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুক্তি পায়। শুধু টোকিওই নয়, বিশ্বব্যাপী একাধিক চলচ্চিত্রে উৎসবে প্রশংসিত হয়েছে ছবিটি। কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড আটকে দেয়ায় ছবিটি এখনো ভারতে আলোর মুখ দেখেনি।
এরমধ্যেই সুখবর এলো ছবির কলাকুশলীদের জন্য। না, ভারতে মুক্তি পাচ্ছে না। কিন্তু বিশ্বের অন্যতম ঝাঁকঝমকপূর্ণ চলচ্চিত্র উৎসব গোল্ডেন গ্লোবে প্রদর্শিত হবে ছবিটি। কলকাতা নিউজ টুয়েন্টিফোরের বরাতে জানা গেছে এ তথ্য।
নারী কেন্দ্রিক ছবি 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' চার নারীর কাহিনীকে ঘিরে আবর্তিত হয়েছে। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, রত্না পাঠক, আহানা কুমরা ও প্লাবিতা বরঠাকুর।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা