পহেলা বৈশাখে রাজধানীতে তিনটি কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। ব্যান্ডটির কর্ণধার আইয়ুব বাচ্চু এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘প্রতি বছরই আমরা গানে গানে নববর্ষকে স্বাগত জানাই। এ বছরও সকাল, দুপুর, সন্ধ্যায় ঢাকাতে ৩ টি কনসার্ট করব। গান গেয়েই সবার সাথে বৈশাখের প্রথম দিনটি পালন করব।’
পহেলা বৈশাখের সকালে এলআরবি প্রথম কনসার্টে পারফর্ম করবে চ্যানেল আই বৈশাখী উৎসবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। এরপর দুপুর ২টায় ব্যান্ডটি চলে যাবে ধানমন্ডির আবাহনী মাঠে। সেখানে কনসার্ট করে তারা গাইবেন বনানীতে। সেখানে এলআরবি পারফর্ম করবে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উৎসবে।
পরদিন এলআরবি আরেকটি কনসার্টে অংশ নিতে ঢাকার বাইরে যাবে বলে জানা গেছে। এছাড়া `সাউন্ড অব সাইলেন্স নামে গিটার শোতে অংশ নিতে দেশের কয়েকটি বিভাগ মাতাবেন উপমহাদেশের কিংবদন্তি এই রক তারকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ