পহেলা বৈশাখ লেজার ভিশনের ব্যানার থেকে বাজারে আসছে সাইফ শুভ'র প্রথম একক অ্যালবাম “হৃদয়ের ভাষা”। সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে অ্যালবামটি।
“হৃদয়ের ভাষা” অ্যালবামটিতে গান থাকছে মোট ৭টি। সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। গানের কথা লিখেছেন প্রবাসী গীতিকবি বজলুর রহমান বাবু।
অ্যালবাম প্রসঙ্গে সাইফ শুভ বলেন, আশা করছি সবগুলো গান-ই সবার ভালো লাগবে।
বজলুর রহমান বাবু বলেন, “হৃদয়ের ভাষা” অ্যালবামের কথামালা গুলো আসলে মনের অজান্তেই একটু একটু করে সৃতির ডায়েরিতে লিখা, মনের না বলা কথা দিয়ে সাজানো গানগুলো স্রোতাদের হৃদয় স্পর্শ করবে।
রাজন সাহা বলেন, আমি সাধারণত অন্য কারো সুরে সংগীত আয়োজন করিনা। "হৃদয়ের ভাষা" অ্যালবামের সুর গুলো সত্যি ভালো লাগার মত, তাই সংগীত আয়োজন করার লোভ সামলাতে পারলাম না। বাবুর কথা ও সাইফ শুভর দরাজ কন্ঠ আমাকে মুগ্ধ করেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন