দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা শাকিব খান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মো. ইকবাল। মো. ইকবাল বলেন, ‘চিকিৎসাধীন শাকিব আমার ফোনে মেসেজ দিয়ে দেশাবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছে।’
প্রযোজক মো. ইকবাল বলেন, ‘হাসপাতালে এসেছিল নিয়মিত চেকাপ করতে, আসার পর জানা যায়, তাঁর গ্যাস হয়েছে। সে অনেক উইক, সেই উইকের কারণে হয়তো তাঁকে ডাক্তার দু-একদিন রেস্ট নিতে বলছে। ভালো আছে এখন।’
উল্লেখ্য, গত সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সরাসরি অনুষ্ঠানে শাকিব খানের স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস এলে আলোচনায় আসেন শাকিব খান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন