লুক নিয়ে কোনওদিনই লুকোচুরি করেননি। লুকোচুরি করা তার স্বভাবেই নেই। কারণ তার নাম রণবীর সিং। একগাল দাড়ি, পাকানো গোঁফ আর ঢেউ খেলানো চুল, চোখে কাজল পরেই আজকাল সব জায়গায় যাচ্ছেন। কিন্তু এমন লুক প্রসঙ্গে কিছুই বলছেন না। কারণ পরিচালকের কড়া নির্দেশ।
পরিচালক সঞ্জয়লীলা বানসালির নির্দেশেই একটু হলেও নিজের স্বভাব সুলভ মেজাজ থেকে সংযত হয়েছেন রণবীর। এমনকি যেই রণবীরকে এতদিন দীপিকার হাত শক্ত করে ধরে সব জায়গায় ঘুরতে দেখা যেত, সেই তিনি নাকি সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে হাজির হননি৷ কারণ পরিচালকের কড়া নির্দেশ রয়েছে ছবির অফিশিয়াল প্রচারের শুরু আগে যেন দুই জনকে পাপারাজ্জির সামনে একদম একসঙ্গে দেখা না যায়।
‘পদ্মাবতী’ নিয়ে এমনিতেই লুকোচুরির অন্ত নেই সঞ্জয়ের। তিনি নাকি চান না পুরো ছবি তৈরি করার আগে কোনও চরিত্রের লুক বাইরে যাক। কিন্তু সেটাই নাকি হয়েছে। ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে পর্দার আলাউদ্দিন খিলজি অর্থাৎ রণবীর সিংয়ের ফার্স্টলুক।
যদি এই লুকই সত্যি হয় তাহলে এই ছবি দিয়েই কেরিয়ারের আরও একধাপ উঠে যেতে চলেছেন রণবীর। ড্যাশিং রণবীরের বাদশাহী মেজাজের এই লুক বলিউডের অনেক হ্যান্ডসাম হাঙ্ককে কমপ্লেক্স দিতে বাধ্য। একই সঙ্গে দীপিকার ‘বয়ফ্রেন্ড’ ভাগ্য নিয়েই অনেক নারীরই ঈর্ষা বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪