এমা ওয়াটসন, ডেমি লোভাটো ও আমান্ডা সেইফ্রিডের পর এবার মাইলি সাইরাসের ব্যক্তিগত মুহূর্তের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এমা ওয়াটসন, ডেমি লোভাটোদের আপত্তিকর ছবি যে সাইটে প্রকাশিত হয়েছিল সে সাইটটিই মাইলি সাইরাসের ছবি ফাঁস করেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।
আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিলে আমান্ডা সেইফ্রিডের নগ্ন ছবিগুলো গত মাসে সরিয়ে নেয় ওয়েবসাইটি। এমা ওয়াটসনের ছবি অবশ্য কোনো নগ্ন মুহূর্তের ছিল না। কিন্তু অনুমতি না নিয়ে তার ব্যক্তিগত ছবি ফাঁস করায় ক্ষুব্ধ হন এই ব্রিটিশ অভিনেত্রী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন এমা।
নগ্ন ছবি ফাঁসের বিষয়ে মাইলি সাইরাস কী ব্যবস্থা নিচ্ছেন তা এখনো জানা যায়নি। ২৪ বছর বয়সী মার্কিন এ পপগায়িকার চালচলন বেশ অদ্ভূত। জনসমক্ষে, পার্টি ও কনসার্টে হরহামেশাই তাকে নগ্ন অবস্থায় দেখা গেছে। তাই নগ্ন ছবি ফাঁস হওয়ায় তার প্রতিক্রিয়া যে খুব বেশি জোরালো হবে তা খুব কম মানুষই আশা করছেন।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা