পহেলা বৈশাখে প্রকাশিত হয়েছে কাজী শুভর নতুন মিউজিক ভিডিও 'আমি তোমার মেঘ'। জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শুভ ইসলাম। মডেল হয়েছে নাঈম ও সোহা। ক্যামেরায় ছিলেন লতফর, সম্পাদনায় শুভ।
'আমি তোমার মেঘ' গানটি ২০১৬ সালে কোরবানির ঈদে 'আমি তোমার' শিরোনামে ইপি অ্যালবাম প্রকাশিত হয়। জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ডিজিটালি প্রকাশিত হয়েছে জিপি মিউজিক ও রবি ইউন্ডার মিউজিকে অ্যাপসে। গানটি জনপ্রিয় হওয়ায় মিউজিক ভিডিওটি করা হয়।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা