সুনীল গ্রোভারকে হারিয়েই দিলেন কপিল শর্মা। টিআরপি-তে কপিলের কাছে হার মানলেন সুনীল। ১ এপ্রিল ‘ইন্ডিয়ান আইডল’-এর ‘গ্র্যান্ড ফিনালে’-তে সুনীল হাজির হয়েছিলেন। অতিথি শিল্পী হিসাবে এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি। ওই দিনই আবার ছিল ‘দ্য কপিল শর্মা শো’।
এই দুই অনুষ্ঠানের যে টিআরপি রিপোর্ট এসেছে, তা অবাক করার মতোই। টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি পরিমাপের সংস্থা বার্ক ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, তাতে ‘দ্য কপিল শর্মা শো’ পেয়েছে ৪.৬ মিলিয়ন ভিউয়ার্স। সেখানে ‘ইন্ডিয়ান আইডল’-এর ‘গ্র্যান্ড ফিনালে’-র টিআরপি ৪.২ মিলিয়ন। যার ফলে দেখা যাচ্ছে, বার্কের দেওয়া রিপোর্টে সুনীল গ্রোভারের উপস্থিত থাকা ‘ইন্ডিয়ান আইডল’ টিআরপি-তে ‘দ্য কপিল শর্মা শো’-এর থেকে পিছিয়ে আছে।
সহকর্মীদের সঙ্গে ঝামেলার জেরে এখন ‘ব্যাডবয়’ কপিল শর্মা। তার মধ্যে তিন সহকর্মী সুনীল গ্রোভার, আলি আসগর এবং চন্দন প্রভাকর ‘দ্য কপিল শর্মা শো’ বয়কট করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। কপিল শর্মার বাইরে এই সুনীল গ্রোভার ছিলেন ‘দ্য কপিল শর্মা শো’-র অন্যতম জনপ্রিয় তারকা। কিন্তু, সুনীল এবং আলি, চন্দনের অভাবে ইতিমধ্যেই কপিলের ‘শো’-এর টিআরপি একদম তলানিতেই গিয়ে ঠেকেছে।
কপিলের সঙ্গে ঝামেলার পরে সুনীল এখন নিজের ‘সোলো পারফরম্যান্স’-এর লাইভ শো নিয়ে ব্যস্ত আছেন। এই সব শো-তে বিশাল সংখ্যক দর্শক পাচ্ছেন সুনীল। এমনকী সোশ্যাল মিডিয়াতেও কপিলের তুলনায় এই মুহূর্তে সুনীলের জনপ্রিয়তা অনেকবেশি। সে দিক থেকে বার্কের রিপোর্টে কপিল শর্মা-র ‘শো’-এর এগিয়ে থাকাটা তাৎপর্যপূর্ণ। যদিও কপিল শর্মার ‘শো’-কে যে টিআরপি বার্ক দিয়েছে, তা মার্চের শেষ সপ্তাহের থেকে অনেকটাই কম।
বিডি প্রতিদিন/ ১৫ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত