অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া অভিনেত্রী শবনম বুবলী আজ শনিবার সকালেই হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে তিনি তার উত্তরার বাসায় বিশ্রামে আছেন।
আগামী দুইদিন বুবলীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, আজ শনিবার সকালে বুবলীকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরশু সোমবার থেকে পাবনার ‘রত্নদ্বীপ’ নামের একটি রিসোর্টে ‘রংবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী।
বুবলীর বোন মিমি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুক্রবার সন্ধ্যায় ১০৩ ডিগ্রি জ্বর থাকা সত্বেও রংবাজ ছবির মহরতে হাজির হন বুবলী। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম