শোবিজ অঙ্গনে সমালোচনার তুঙ্গে শাকিব-অপু ইস্যু। আর সেই ইস্যু নিয়েই এবার মন্তব্য করলেন টিভি ও চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা ইপ্সিতা শবনম শ্রাবন্তী।
যুক্তরাষ্ট্রে থেকে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অপু বিশ্বাসের মতো আরও কিছু অভিনেত্রী আছে, সবাই যদি এভাবে অপুর মতো মুখ খুলতে পারত, সব শয়তানগুলোর একটা হিসাব হতো। আহা প্রেম! কিসে যে বাঁধা, এটা কেউ জানিনা আমরা। কিন্তু যেটা ন্যায়, সেটাই যেন হয়। কারো সাথে অন্যায় যেন না হয়।’
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল