খবরের শিরোনামে যে রাখি সাওয়ান্ত থাকতে ভালোবাসেন তা বলাই বাহুল্য। বিতর্ক কখনও পিছু ছাড়ে না তার। এবার একটি সাহসী ফটোশ্যুট করে আবার স্পটলাইটে চলে এলেন তিনি। সেই ফটোশ্যুটের ছবিই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
ছবিতে রাখি একটি লাল রঙের অন্তর্বাস পরে আছেন। তার শরিরের বাকি অংশ ঢাকা একটি ফেদার বো দিয়ে। বরাবরের মতই ক্যামেরার সামনে অতি সাহসী রাখি। এই ফটোশ্যুটের একটি ছবি নিজের ইন্সটাগ্রামেও পোস্ট করেছেন তিনি।
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭