ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী, ঠিক তেমনি ইয়াবা-গুটি কিংবা বাবা’র রাজধানীর নাম টেকনাফ। সেখানে আছে শত শত কোটিপতি, উজির-নাজির-সেনাপতি। আছেন, কূটনীতিক-সুশীল সমাজ সবাই। যারা প্রত্যেকেই একই কারবারের পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ী।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম টিম আন্ডারকভারের ক্যামেরায় এবার উঠে এসেছে কক্সবাজারের টেকনাফের এমনই চিত্র।
অপারেশন টেকনাফ নামে টিম আন্ডারকভারের চোখ ধাঁধানো এই অনুসন্ধানে উঠে আসে ইয়াবা চোরাচালানের লোমহর্যক কাহিনী। যার পরতে পরতে আছে রোমাঞ্চ আর ভয়।
শনিবার আশিকুর রহমান শ্রাবণের উপস্থাপনায় প্রচারিত হয় এ পর্বটি।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম