পরীমণি অভিনীত 'আপন মানুষ' ছবির টিজার প্রকাশিত হয়েছে। রবিবার রাতে ইউটিউবে এটি প্রকাশ করা হয়। শাহ আলম মণ্ডল পরিচালিত এই ছবিতে পরীমণির বিপরীতে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে।
ছবিটির কাহিনীতে দেখা যাবে, সবার সঙ্গেই সবার খুব ভালো সম্পর্ক। তবে নানা জটিলতায় ছবির কাহিনী বাঁক নেবে।
এদিকে, 'আপন মানুষ' এর মাধ্যমে আরও একবার পরী-বাপ্পীর রসায়ন দেখতে পাবে দর্শকরা। একই সঙ্গে শাহ আলম মণ্ডলের ছবিতে দ্বিতীয়বারের মতো কাজ করেছেন পরী। এর আগে শাহ আলমের ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয় করেন হলের আলোচিত এই অভিনেত্রী।
'আপন মানুষ' ছবিতে পরী, বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২১০৭/মাহবুব