ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে ফর্সা হওয়ার দাবি জানান যে সব বলি তারকা, তাঁদের ধিক্কার জানিয়েছিলেন ‘দেব ডি’খ্যাত অভিনেতা অভয় দেওল। কোনও রাখঢাক না করেই ফেসবুকে তিনি কিং খান, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান, জন আব্রাহাম, ইলিয়ানা ডি ক্রজ ও শাহিদ কপুরের বিভিন্ন ফেয়ানসেন প্রডাক্টের বিজ্ঞাপনের ছবি ফেসবুকে তুলে ধরে ধিক্কার জানিয়েছেন। এ বার সানি ও ববি দেওলের পরে ‘আশায়েঁ’ ছবির নায়িকা সোনাল সেহগল ফর্সা হওয়ার ক্রিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। কালো চামড়ার মানুষকে সব সময় পিছনের সারিতে ঠেলে দেওয়ার একটা প্রবণতা রয়েছে সমাজের বিভিন্ন স্তরে। আর তাই ফেয়ারনেস ক্রিমের এতো বাড়বাড়ন্ত। এমনটাই মত অভিনেত্রীর।
এই বিষয়টি নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও বানিয়েছেন তিনি। যে ছবির নাম ‘ড্যান্সিং ইন দ্য ডার্ক’। এই ছবির কাহিনি এবং পরিচালনা সোনালেরই। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি ফেসবুকে পোস্ট দিয়ে ফেয়ারনেস প্রডাক্টের বিজ্ঞাপনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সোনাল। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার