রণজিৎ সরকারের রচনায় নির্মিত শর্ট ফিল্ম ‘ক্যাম্পেইন’ সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। এসডি কনটেন মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করছেন এসডি প্রিন্স। ক্যামেরায় মেহমুদ জয়। অভিনয় করেছেন তারিফ কাজী, এস কে যুবরাজ, দিলরুবা ডলি, রোজ মল্লিক, সাইমুন নেসা আঁখি ও এসডি প্রিন্স।
শর্ট ফিল্মের দৃশ্য ধারণ করা হয়েছে রমনা পার্কে। মূলত ধূমপানে নিরুৎসাহিত করতেই শর্ট ফিল্মটি নির্মাণ করা হয়েছে। অভিনেতা তারিফ কাজী শর্ট ফিল্ম সম্পর্কে বলেন, স্ক্রিপ্টটা পড়ে আমার খুব ভালো লাগে। এজন্যই কাজ করতে আগ্রহী হই। চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকীটা দর্শক বিচার করবেন।
মডেল ও অভিনেত্রী দিলরুবা ডলি শর্ট ফিল্ম সম্পর্কে বলেন, গল্পটা শোনার পর এক বাক্য রাজি হয়ে যাই। বেশ ভালো হয়েছে কাজটা।
রোজ মল্লিক বলেন, এ রকম গল্পের শর্ট ফিল্ম সমাজের কিছু পরিবর্তন করতে পারবে।
কথাসাহিত্যিক রণজিৎ সরকার বলেন, আমি নিজে ধূমপান করি না। ছোটবেলা থেকে ধূমপানবিরোধী প্রচারণার সঙ্গে জড়িত আছি। কত ছেলেমেয়ে নেশা করে ধ্বংসের পথে গেছে-যাচ্ছে। এই শর্ট ফিল্ম দেখে একজনও যদি ভালো হয়, বা নেশা থেকে বিরত থাকে তাহলে আমার লেখা সার্থক।
পরিচালক এসডি প্রিন্স বলেন, সমাজ সচেতন নির্ভর ‘ক্যাম্পেইন’ এর গল্প খুবই চমৎকার। গল্পে শেষ দৃশ্য একটা চমক আছে। আশা করি আমার অনেক কাজের মধ্যে সেরা একটি হবে এটা।
উল্লেখ্য, এসডি প্রিন্স এর আগেও ‘লাভ গেইম’ শিরোনামে একটি শর্টফিল্ম বানিয়েছিলেন ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছিল।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা