ফের গোলমাল বাঁধাতে হাজির রোহিত শেট্টি আর তার দলবল। এবার ‘গোলমাল এগেইন’। মুখ্য চরিত্রে যথারীতি অজয় দেবগণ। সঙ্গে আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার।
তবে এবার অজয়ের বিপরীতে কারিনা কাপুর নন, রয়েছেন টাবু। সেই সঙ্গে রয়েছেন পরিণীতি চোপড়া। শুটিংয়ের সে সব ছবিই সোশাল সাইটে পোস্ট করলেন টাবু আর পরিণীতি।
টাবু জানালেন, তুষার কাপুর আর জনি লিভারের সঙ্গে কাজ করে দারুণ লাগল। অক্টোবরে মুক্তি পাবে ছবিটি। রোহিত শেট্টির আশা, ছবি দেখে ভক্তরা নিরাশ হবেন না। এবারও দর্শকদের মনে ঝড় তুলবে ‘গোলমাল এগেইন’।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮