বলিউডে অভিনেত্রী কারিনা কাপুর খান গত মার্চে লন্ডন গিয়েছিলেন। 'শেফ' ছবির শ্যুটিং ব্যস্ত স্বামী সাইফ আলী খানের সঙ্গে দেখা করতেই লন্ডন গিয়েছেন কারিনা- এমন খবর প্রকাশ হয়েছিল তখন। আবার কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, নিজের ছবি 'ভিরে দি কী ওয়েডিং' ছবির কাজে লন্ডন গিয়েছিলেন বেবো। কিন্তু এবার শোনা যাচ্ছে, একটি জনপ্রিয় ব্রিটিশ সাময়িকীর রাজকীয় বধূর সাজে ফটোশ্যুটে অংশ নিতেই লন্ডন গিয়েছেন কারিনা।
খবর সত্যি হলে কারিনা হবেন, প্রথম কোনো ভারতীয় যিনি ওই সাময়িকীতে স্থান করে নিয়েছেন। মিড ডে জানিয়েছে, সাময়িকীর প্রচ্ছদেই রাজকীয় বধূর বেশে হাজির হবেন কারিনা। ব্রিটেনে ফটোশ্যুটের বিষয়ে চূড়ান্ত আলোচনা সারার পর দুবাই যান কারিনা। সেখানে গত সপ্তাহে ফটোশ্যুট সম্পন্ন হয়েছে। দুই দিন ধরে চলা ওই ফটোশ্যুটে কারিনার ডিজাইনার হিসেবে কাজ করেছেন পাকিস্তানের ফারাজ মানান।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা