হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদের পর তার ছয় সন্তান নিয়ে নতুন জীবন শুরু করেছেন। তার সেই নতুন জীবনের শুরুতেই এক বিখ্যাত মার্কিন নির্দেশকের বিলাসবহুল বাড়ি কিনতে চলেছেন এই তারকা অভিনেত্রী। বাড়িটির মূল্য আনুমানিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
‘সিসিল বি ডেমিল’ খ্যাত প্রয়াত ডিরেক্টর লস ফেলিজের বাড়িটি নাকি কিনতে চলেছেন অ্যাঞ্জেলিনা জোলি। ২.১ একরের জমিতে নির্মিত বাড়িটিতে রয়েছে একটি সুদৃশ্য সুইমিং পুল, ফুলের বাগান, লাইব্রেরী এবং অনেক কিছু। এতে রয়েছে ছয়টি বেডরুম, ১০টি বাথরুম এবং একটি বিলাসবহুল গেস্টরুম।
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮