বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে সবকনিষ্ঠ অভিনয় শিল্পী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন অভিনেত্রী অমৃতা খান। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
অমৃতা বলেন, 'কাল (রবিবার) থেকেই অনেক প্রশ্ন শুনেছি, অনেকেই ফোন দিয়েছেন, জানতে চাচ্ছে আমি আসলে নির্বাচন করছি কি না। হ্যাঁ অবশ্যই নির্বাচন করছি। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে নির্বাচনের জন্য মনোয়নপত্র জমা দিয়েছি। আর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, কোনো চ্যালেঞ্জ নিয়ে আমি পিছু হটি না।'
অমৃতা চিত্রনায়ক নিরবের বিপরীতে 'গেম' ছবির মাধ্যমে ঢালিউডের ছবিতে অভিষিক্ত হন। এরপর তার আরও দুটি ছবি মুক্তি পেয়েছে।
শিল্পী সমিতির এই নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ছাড়াও ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। তিনটি প্যানেল থেকে ৫৯ জন প্রার্থী নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেছেন। এখন যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। ১৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ এপ্রিল চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৭/এনায়েত করিম