ভারত জুড়ে ‘তিন তালাক’ নিয়ে বহুদিন ধরেই চলছে নানা বিতর্ক। তারই মধ্যে এই প্রসঙ্গে মুখ খুললেন কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার। সম্প্রতি All India Muslim Personal Law Board (AIMPLB) জানিয়েছে যে, যারা এই তিন তালাকের অপব্যবহার করবে তাদের সমাজে বয়কট করা হবে। এছাড়া বোর্ড আইনত এই নিয়ম চালু করার পরিকল্পনাও করছে। কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করেছেন জাভেদ আখতার।
AIMPLB তিন তালাকের অপব্যবহার নিয়ে যে সিদ্ধান্ত জানিয়েছে তা পুরোপুরি একটি ‘হোক্স’ বলে মন্তব্য করেছেন জাভেদ আখতার। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘তিন তালাক’ প্রথা এমনিতেই নারীদের উন্নতির বিরোধী এবং নারী নির্যাতনে আস্কারা দেয়। তাই এমন প্রথার আবার ‘অপব্যবহার’ বলে কিছু হয় না।
এই ট্যুইটের পর তিনি আবার আরও একটি ট্যুইট করে প্রশ্ন তোলেন, “তিন তালাকের আবার অপব্যবহার কী? কাল হয়তো আমরা শুনব শ্লীলতাহানির অপব্যবহার বা ধর্ষণ ও স্ত্রীকে মারধরের অপব্যবহার”।
আগামী মাসেই ‘তিন তালাক’ নিয়ে শুনানি হতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্টে। ‘তিন তালাক’ প্রথা বন্ধ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাষ্ট্রীয় মুসলিম মোর্চা। এই আবেদনে অনেকে সায় দিলেও AIMPLB জানিয়েছে এই প্রথা বন্ধ হবে না। এই প্রথা বন্ধ হলে তা কোরাআনকে অবমাননা করা হবে। কিন্তু শরিয়তি আইন অমান্য করে যারা তিন তালাকের অপব্যবহার করবে তাদের সমাজ থেকে বয়কট করা হবে। আর এই সিদ্ধান্তেই অসন্তোষ প্রকাশ করে জাভেদ আখতার জানিয়েছেন, যে প্রথা এমনিতেই খারাপ নারীদের জন্য তাঁর ‘অপব্যবহার’ বলে কিছু হয় না।
সূত্র: কলকাতা ২৪x৭ নিউজ
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল