বোল্ড অবতারে প্রায়ই তিনি চমক দেন তার ভক্তদের। আর এবার সেই চমকে ধারাবাহিকতা আনতে পুনম পান্ডে লঞ্চ করতে যাচ্ছেন তাঁর অ্যাপ।
ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন তার বিস্ফোরক উক্তি তাকে খবরের শিরোনামে আনে, এর পাশাপাশি তার বিভিন্ন বোল্ড ছবিও সবসময় তাকে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকতে সাহায্য করে। এবার সেই পুনমকে তার ভক্তরা পেতে পারেন আরও কাছ থেকে, আরও বেশি করে। পুনমও সমগ্র বিষয়টি নিয়ে যে বেশ উচ্ছ্বসিত তা ধরা পড়ল তার কথাতে।
পুনম জানিয়েছেন, এই অ্যাপটি আদ্যোপান্তই তাঁকে নিয়ে। তিনি জানিয়েছেন তাঁর মতোই বোন্ড হতে যাচ্ছে তার এই অ্যাপটি। এই অ্যাপে তিনি তাঁর ইচ্ছেমতো পোস্ট দিতে পারবেন, এমন কথাও জানিয়েছেন পুনম।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল