৬০তম সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বলিউড অভিনেতা শাহরুখ খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত 'মাই নেইম ইজ খান' সিনেমাটিও।
ওই উৎসবের মঞ্চেই শাহরুখ অ্যাসিড আক্রান্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শাহরুখ জানিয়েছেন, আমৃত্যু অ্যাসিড আক্রান্তদের সাহায্য করবেন। শুধু তাই নয়, তার মৃত্যুর পর যেন মেয়ে সুহানা যাতে ওই দায়িত্ব পালন করেন সে দিকেও খেয়াল রাখবেন কিং খান।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/ফারজানা