বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ করেছে মুম্বাইয়ের আন্ধেরি কোর্ট। সোমবার বেলা ১১টার দিকে সঞ্জয় দত্ত আইনজীবীদের নিয়ে আন্ধেরি কোর্টে হাজিরা দেন। তার আবেদনের ভিত্তিতেই বিচারক গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দেন।
চিত্রনির্মাতা শাকিল নুরানির করা মামলায় ১৫ এপ্রিল কোর্টে সঞ্জয় দত্ত অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
সঞ্জয় এবং শাকিলের বিরোধ শুরু হয় তিন বছর আগে। সঞ্জয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন চিত্রনির্মাতা শাকিল। সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০২ সালে শাকিল নুরানির 'জান কি বাজি' ছবির জন্য ৫০ লক্ষ টাকা অগ্রিম নেন সঞ্জয়। কিন্তু দুই দিন শুটিংয়ে যাওয়ার পরে আর যাননি তিনি। টাকাও ফেরত দেননি।
শাকিলের অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন সঞ্জয়কে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। সঞ্জয় দত্ত সেই নির্দেশেও নিরুত্তর থাকায় শাকিল নুরানি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। শাকিল অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য করাচি এবং দুবাই থেকে তার কাছে ফোন আসছে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/ফারজানা